জোছনা শব্দ করে কথা বলতে শেখেনি,
তবু বুকের মধ্যে এক নদী কাহিনী আগলে রাখেছে।
জোছনা বিবর্ণ রং স্রোতে দাঁড় টানে,
মেঘে গুলো চলে যাবে , অচেনা পথ অনেক দূরে।
ঠিক যেমন তুমি হারিয়ে গিয়েছো দুম করে।
তবুও একটা বিশ্বাস থাকে, সাহস থাকে।
আজো খুঁজি তোমাকে। সম্পর্ক আসলে খুব কঠিন বিষয়?
শব্দ করে কথা বলতে পারি।
কথার বিনিময়ে কথা হয়।
জটলা করে মান অভিমান
সম্পর্ক কথা না বলেই হয় ভেঙে খান খান।
ঘুমন্ত পেঁচাটা ঠোঁট লেগে আছে দেখলাম ধানের ঘ্রান। ইঁদুরের শরীরটা
জীবনের কারাগারে থেকে মুক্ত হলো।
গুরুদেব বলে আত্মা অমর, ও শুধু শরীর বদলালো।
ও কিন্তু বেঁধে ছিলো ঘর।
ইঁদুরটা বুঝি তোমার মতো স্বার্থপর।
যেমন মৌসুমী বায়ু মতো সম্পর্ক বদলে তুমি চলে গেলে , আমার জীবন হতে।
এমন কত রাতে,
তুমি ছিলে আমার সাথে
ভালোবাসা আকাশ মতো বিছিয়ে দিয়েছিলে ।
অন্ধকার মতো তোমার চুলে
আড়াল করেছিলে
জীবনের সব দুঃখ কষ্ট ভাবনা।
তোমার আশ্রয়ে আমাকে ছুঁতে পারি নি, একটা বিষন্নতা কুয়াশার কনা।
তোমার চোখে চোখ রেখে
কত স্বপ্ন দেখে,
পার করেছি রাত, তোমার হাতে দিয়ে হাত।
আজ ঘুম আসে না।
আজ রাত গুলো কথা বলে না।
চুপ করে ছটফট করে হৃদয়, মনে হয় নিঃশব্দ বড় নিষ্ঠুর তার বুকের বেদনা।
পেঁচার কঠিন ঠোঁট কেন আমায় মৃত্যু দেয় না??
ইঁদুরের মত ভাষাহীন মৃত্যু