দক্ষিণা হাওয়ার আবদারে
রাত জেগে মরে,
চাঁদ জোৎস্নায়,
সেজে তোমার অপেক্ষায়
তুমি আসবে বলে
আকাশের ঘামে ভিজা
ফুলেরাও বাতাসে তোলে
নরম গন্ধের ঢেউ,
সূর্যটা হাঁসচ্ছে সাতসকালে,
আঁধারের গম্ভীরতা ভেঙে।
আলোর খুনসুটি করছে স্রোতে সঙ্গে,
ভুলে সব দীর্ঘশ্বাস
ফুটছে রুদ্র পলাশ।
হাসি খুশি বড় আজ এই সকাল।
পলাশ, কৃষ্ণচূড়া আজ হয়েছে বেশি
কমলা আর লাল,
তোমার অপেক্ষায় চিন্তার কালো রং গেছে ধুয়ে,
ঝিমিয়ে যাওয়া স্বপ্ন গুলো
আবার নিচ্ছে সাজিয়ে।
মনের আকাশের দুঃশ্চিন্তার মেঘ
সব গেছে ক্ষয়ে।।