কিশোরীর বেনী মতো পথ
চলছে এঁকে বেঁকে,
প্রতিটা বাঁকে অপেক্ষারত মৃত্যুর ভয়,
তবু পাহাড়ি হৃদয়,
হাসে হাজার হাজার রঙের ফুল হয়ে।
যুবতী মেয়ের আঁচলের মতো ছুঁয়ে যায় তাকে মেঘ,
পাহাড়ের ঐ স্থবিরতায়, নিরব বিশাতায়,
তবু যেনো কেউ দীর্ঘশ্বাস ফেলে যায়,
প্রিয়তমার অপেক্ষায়।
পাহাড়ী মন বড় কঠিন,
তবু পাহাড়েরও মন ভাঙ্গে,
অশ্রুর ধারা নেমে আসে ঝর্ণায়, নদীর ধারায়।
যদিও পাহাড়ী হৃদয়  বুঝেছে  বোধহয়,
আকাশের যতোই তুমি কাছে যাও
সে হবে না তোমার তাও।
তবুও
আকাশের নীলিমায় তলায়, অতৃপ্ত চেতনায়,
পাহাড়ী হৃদয় তবু সবুজ নিঃসঙ্গতা নিয়ে চিরকাল থাকবে আকাশের অপেক্ষায়।