কৃষ্ণ পক্ষের সরু চাঁদ স্বপ্ন দেখায়, আজো আমায়
তুমি আসবে আবার ফিরে,
আমার ঘরে ,আলো থই থই হবে পূর্ণিমায়।
ভাষাহীন রাতে কল্পনাতে,
আজও অপলকে দেখি তোমাকে।
কিন্তু যাও হারিয়ে যেই যাই ছুঁতে।
তোমার ছোঁয়াতো দাবানলের মতো, পুড়িয়েছে আমায়।
প্রেমের নামে এ মন করেছিলো আত্মসমর্পণ তোমায়
মৌসুমী বায়ু বদলানোর মতো
বদলাতে পারলাম আর কোথায়??আমার ফুরিয়ে যাওয়ার আগে ফিরে এসো একবার
অভিমান হয়তো আছে অনেক তোমার ,
তবু ভালবাসার কিছু অঘোষিত অধিকারে
একবার এসো ফিরে