কুয়াশা টা ঝড়ে ফেলে
ফুল গুলো হাসবে সকালে।
আমার রূপসী বাংলা চলবে আবার সব ভুলে।
রাত হয়তো হবে দুশ্চিন্তা হীন,
নক্ষত্রের রূপালী আলো মেখে
দেখবে কোন স্বপ্ন রঙীন,
তোমার চোখে হয়তো পরবে না
কখনো,
মুক্ত বিন্দুর আমার হৃদয় ভাঙ্গার কান্না,
ঐ ছোট্ট ছোট্ট শিশির কণা।
কুয়াশার মতোই আমার শব্দহীন বেদনা।
ঠিক কুয়াশার মতো ভোর হতে না হতে
আমার কষ্ট কথা হারিয়ে যাবে  সময়ের সাথে সাথে।
জানি
খেজুর গাছ হাঁড়ি বাঁধে তোমাদের মন।।
জানি
সবুজ আঁধার থাকা বন
কমলা রোদে কাছে যাবে হেরে।
আমি   তোমাকে হারিয়ে দিশেহারা  হলেও
তুমি তো হাসছো ফুলের আপন মনে।
সময়ের নিয়ম মেনে।