আমার আকাশে
তখন ফেকাসে জোছনা,
ঘিরে ছিলো অন্ধকার অচেনা
দূরত্ব নামে পুরোনো সম্পর্কে অভিযোগ শত শত জমে।
প্রেমে জমে দীর্ঘশ্বাস, জমে ঘৃনা।
অন্ধকার চেয়েও ভারি হচ্ছিলো বেদনা।
তখন সন্ধ্যার মতো তুমি এলে,
মৃত্যুর চেয়ে শান্তির আশ্রয় দিলে।
বেলা শেষে ভালোবেসে,
দাও হাত যদি বাড়িয়ে
যেতে রাজি আছি রামধনু রঙের স্বপ্নে হারিয়ে,
যেতে রাজি আছি হারিয়ে অচেনা ঠিকানায় , মেঘের বাগিচায়।