আকাশ স্তব্ধ হয়ে যায় ,
ওই দিগন্ত রেখায়।
নীরবতার মধ্য আলো মুখ লুকায়।
ধুসর সন্ধ্যায়।
নাকি সব আলো ডুব দিলো
নদীর ঘোলা জলে।
চেষ্টা করেও পারছি না তোমায় যেতে ভুলে।
সব চোখ বাঁচিয়ে লুকিয়ে ফালা প্রতিটা দীর্ঘশ্বাস,
বলছে তুমি হয়ে গেছো আমার অভ্যাস।
যদিও বৃদ্ধ হয়েছে পৃথিবী,
অচল হচ্ছে তার চিন্তা ভাবনা।
পুরনো বেদনার গন্ধে ব্যাকুলতায়
যতোই হোক উজ্জ্বল চোখের জল
হৃদয় শুস্ক বালুচর কোন প্রভাব ফেলে না।
হৃদয়ের পথে ভবঘুরে প্রেম
তবু খোঁজে তোমার মনে ঠিকানা।
অভিমানী মন কিছুতেই বোঝেনা।
ভালোবাসা জোর করে পাওয়া যায় না।