দিগন্তে এক টুকরো ক্লান্ত মেঘ,
সন্ধ্যার অপেক্ষায়।
চাঁদটা এসে ভরাবে মন জোছনায়।
আমার আর তোমাকে মনে পড়ে না
তাই ঠিক ঠাক , নীলাঞ্জানা
কিন্তু পেতে চাই , আজো ভীষন যন্ত্রনা।
তাই তোমার স্মৃতিভে খুজি বাহানা।
মনে তো কত স্মৃতি করেছে,
জটলা।
সেখানে নিতান্তই তুচ্ছ ঘটনা
তুমি এখন নীলাঞ্জনা,
হয়তো তুমি আজ গত বসন্ত,
ওই হারানো পাতার মতো,
কিংবা খসে যাওয়া পালক ।
হুঁ একদিন আমিও ছিলাম অবুজ বালক।
আমাকেই ভালোবাসতেই হবে এই দাবি নিয়ে, গিয়েছি শুধু চ্যাচিয়ে।
আসলে বড় হয়তো ভালোবাতাম তোমায়।
কিন্তু তুমি ভালো বাস নি কোনদিন আমায়।
একসাথে কিছুটা পথ চলেই ভালো বাসা হয় না ।
তাই চাই না আর তোমাকে নীলাঞ্জনা,
না ভালোবাসায়, না ঘৃনায়।
অস্পষ্ট কুয়াশার মতো হারিয়ে যাও তুমি,
খুঁজে নিয়ে নতুন প্রেমি,
কারণ এক টুকরো ঐ মেঘটার মতো ,
তুমিও আসলে ভীষন বড়ই ক্লান্ত
নীলাঞ্জনা তুমি কেনো আকাশ হেলে না??