মেখে চোখে মুখে ঠোঁটে মৃদু হাসি,
কি সহজে বলে ফেলো,
ভালোবাসি ভালোবাসি।
এই ছোট্ট কথাটাই হাজার স্বপ্ন দেখে।
সেটা কি ভাবায় না তোমাকে?
হাজার কবিতা লিখলেও
ক্লান্ত হয় তোমার প্রেমী
সেটা অবহেলা করে তুমি
তোমার রূপ জোছনায়,
পোড়াও আমায়, ও গো রূপসী।
কি সহজেই বললো তোমরা ভালোবাসি।
তারপর মৌসমী বায়ুর বদলবে তুমি সাথি।
আর জীবনে নামে রাত্রি।
শতাব্দী প্রাচীন অন্ধকার
বিষন্ন মন করবে হাহাকার।
তবু কতো সহজেই বলে তুমি
তোমাকে ভালোবাসি আমি,
চোখের বাঁকা ইশারায়,
পাগল বানাবে তুমি নতুন করে আবার আমায়।