ডাস্টবিনে ভরে গেছে ছেড়ে পাতায়।
কিছুতেই দুঃখ গুলো ফুটিয়ে তুলতে পারছিনা ভাষায়।
আকাশের শুন্যতা
মাপতে, যেমন পারলো না,
আঁধারের নিরবতা।
তেমনি কষ্ট গুলোর ছবি আঁকাতে পারছে না কোন কবিতা।
আমার কবিতা গুলো আগে
উঠাল পাতাল হতো রাগে।
আগেতো পৃথিবীর সব দাবীদাবা অধিকার নিয়ে করতো চিৎকার।
পৃথিবীতে বিশুদ্ধ ভালবাসা বলে কি সত্যি কিছু হয়?
সব সম্পর্ক তো লেনদেনের
তবু কবিতা গুলো কেন করে
হৃদয় নিয়ে শুধু শব্দ অপচয়।
শোষকের ছোঁড়া বুলেট কাঁদে রক্ত মাখে।
তবু তা দেখে কবির মনে চেখে কেন ভাসে ওঠে
প্রিয়তমার ঠেঁটে
লাগানো লিপিস্টিকের কথা।
কবি কবিতা লেখ কেন যাতা?
কি হবে রাতের আকাশে রঙীন ঘুড়ি উড়িয়ে?
অন্ধকারে তো তোমার উৎসবের সব যাবে হারিয়ে।
শেষ নিঃশ্বাস পরে থাকবে
কিছু দীর্ঘশ্বাস আর ছাই।
এ পৃথিবীতে হবে না তোমার আমার কখনোই ঠাই।
আসলে আকাশের বুক চিড়ে
যতোই ওপরে যাই।
মেঘে নীচে অন্য কেউ ধরে আছে লাটাই।