জীবন যাচ্ছে ক্ষয়ে,
তবে ভীত নই মরণের ভয়ে।
শুধু কিছু আফসোস রয়ে।
জুড়েছে ভেঙেছে সম্পর্ক , মুছে গেছে অন্তহীন ভালোবাসা।
হৃদয় ভাঙার যন্ত্রণা খুঁজে পায়নি বর্ণনার ভাষা।
রাতের সনাতন আঁধার,
চেষ্টা করেছে দিতে বারবার
দুই দন্ড শান্তি দিতে
তাঁর সব স্মৃতি মুছতে।
পরে নি কিছুতে।
দিনের কোলাহল ভিড়ে
সে সবার অগোচরে এসেছে ফিরে, বারে বারে।
তবু বোঝতে পারিনি আমি তারে,
ভালোবাসে যাবো আমি তারে মৃত্যু ওপারে,
সোনালী পাহাড় চুমু খাওয়া নীল আকাশ,
নির্জন সবুজ অরন্য, অনর্গল কথা বলা সমুদ্রের দীর্ঘশ্বাস
যদিও বলে , তুমি গেছে আমায় ভুলে।
তবু থাকি আমি তোমার অপেক্ষায়,
মরুভূমি মাঝে মরিচীকাময় আশায়।।