শুধুই অন্ধকার আমার পৃথিবী জুড়ে..
শব্দহীন রাত , ভীড় করে কত স্মৃতি আকাশ জুড়ে।
থেকে থেকে নিভে জ্বলে নক্ষত্র এর মতো।
কিছু গেছি ভুলে কিছু দিয়ে গেছে ক্ষত।
পাড়ার মোড়ের পোস্টের আলোটাও
নিশব্দে জেগে !
অন্ধকার রাতের সাথে আরও গাঢ় হয়ে হঠাৎ হারিয়ে যায়।
কমলা লেবুর মতো ভোর এসে হাজির হয়ে পৃথিবীর ঘুম ভাঙ্গায়।
কিন্তু আমার পৃথিবী জুড়ে সেই অন্ধকার থেকে যায়।
একান্ত ব্যাপ্ত আকাশে গ্লানীর অন্ধকার, রাতের বিস্বাদ,
হৃদয় যতোই কাঁদ গোপনে।
মুছতে পারিনি এ অন্ধকার কোন জোসনা চাঁদ ।।
,,,,