হারিয়ে যাচ্ছে সময় একটু একটু আসিম আকাশে,
আশেপাশে তবু তার স্মৃতি , আচ্ছন্ন অনুভূতি,
বাক্যহীন দীর্ঘশ্বাসে ।
শালিকের ঠোঁটের রঙের কঠিন দুপুরে।
নক্ষত্রের আলোয় ভেজা নরম অন্ধকারে,
মনের কোণে সে অব্যক্ত ভীষন ব্যাথা,
অথচ একদিন তার ভালোবাসা ছিল যেনো এক রূপকথা।
সন্ধার মতো নীরবে, শহরের বাইরে দিয়ে বেয়ে যাওয়া
নদীটার মতো,
একদিন হয়তো জীবন চলতে চলতে থেমে যাবে ।
সেইদিন কি জানতে পারবে?
আমার জীবনের প্রতিটা পাতায় প্রতিটা অধ্যায় লেখা ছিলো নাম শুধু তার।
আমার ভালোবাসায় সবটুকুতেই ছিলো শুরু তার অধিকার।