তোমার আকাশ হয়তো এখন
জোছনার আদরে মেখে আছে সুখে‌ ।
তোমার ভালোবাসার পূর্ণতা,
উষ্ণতা, নক্ষত্রের মিচকি হাসি,
বলছে তুমি আজ অনেক সুখী বেশি।
গত শতাব্দী ধরে আমি তোমাকেই ভালবাসি।
তবুও একফালী দীর্ঘশ্বাসে
আমার তোমার গল্প আজ বিলুপ্ত ইতিহাস।
ও আকাশ তো কত ক্লান্ত নক্ষত্র  
ঝড়ে পড়ে ঘাসের ওপরে।
দেখেছো কি তবুও ঐ মৃত নক্ষত্র,
শিশিরে হাসি লেগে থাকে,
যেমন ব্যার্থ প্রেমিক মুখে চেখে লেগে থাকে ভালোবাসা
প্রাক্তন তরে।
এ পৃথিবীতে আজ যদিও প্রেম নেই,
আছে শুধু হিসাব নিকাশ,
তবুও কিছু ব্যার্থ ভালোবাসা বেঁচে থাকে হয়ে দীর্ঘশ্বাস।
প্রাক্তন জানি তুমি গেছো আমাকে ভুলে।
তবুও তোমার নাম আজো হৃদয়ে আলোড়ন তোলে।
প্রাক্তন ভালো থাকো তুমি,
আরো আঁধারের আদরে