একা বসে আছি আমি, প্রকৃতির কোলে,
শূন্য মনে জেগে ওঠে হাজার ছবি।
পাখির গান, পাতার মর্মর,
বাতাসে ভেসে আসে কত সুর।
নদীর জলে ভেসে যায় সময়,
পাহাড়ের চূড়ায় জমে থাকে মৌনতা।
তবুও এই শূন্যতা কি কখনো ভরবে?
প্রকৃতির স্নেহে কি পূর্ণ হবে এ মন?
গাছের ডালে ডালে ফুল ফোটে,
মাটির গন্ধে মিশে যায় প্রাণ।
তবুও এই একাকিত্বের ভার,
প্রকৃতির কোলে থেকেও রয়ে যায়।
সাধুভাষায় বলি, শুনো হে প্রকৃতি,
তোমার স্নেহে কি পূর্ণ হবে এ শূন্যতা?
তোমার আলোয় কি জ্বলবে এ আঁধার?
তোমার স্পর্শে কি মিলবে এ বেদনা?
প্রকৃতি শুধু হাসে, নীরব ভাষায়,
তার স্নেহে শূন্যতা পূর্ণ হয় না।
তবুও তার কোলে বসে থাকি,
একাকিত্বের ভার হয় কিছু লঘু।