তোমারে আমি ভালোবেসি, বারে বারে, বহু জন্মে,
তব স্মৃতিতে মন ভাসাই, গভীর প্রেমের ধ্বনিতে।
তুমি আমার আদিপর্ব, তুমি আশার দীপ,
তবেই আমি পূর্ণ হই, তবেই মেলে সঙ্গীত।

তোমার মাঝে জাগে ভোর, তোমার মাঝে রাত,
তোমার চোখে খুঁজে ফিরি নক্ষত্রেরই ভাষা।
তোমার ছোঁয়ায় রঙিন হয় বেদনাময় পথ,
তোমার নামেই লিখি আমি জীবনেরই শপথ।

আদি হতে অন্ত, তুমি, আমার প্রেমের ধ্রুব,
তোমাতেই যে শুরু আমার, তোমাতেই শেষ শুভ।

তোমারে আমি ভালোবেসি, যুগে যুগে, কালে কালে,
তোমার নামেই জেগে উঠি, তোমার নামেই ঢলে।
তুমি আমার প্রভাত বেলা, তুমি নিশার স্বপন,
তোমার প্রেমে জড়াই যেথা, সেথা পাই মোক্ষলক্ষণ।

তোমার মাঝে লুকিয়ে আছে সবুজ বনানী,
তোমার হাসি জোছনা হয়ে আঁকে স্নিগ্ধ বাণী।
তুমি আমার অর্ঘ্য ধূপ, তুমি পূজার দীপ,
তোমার ছায়ায় পাই যে আমি বেঁচে থাকার রূপ।

জন্ম জন্মান্তরের পথে, তুমি আছো পাশে,
তোমাতেই শুরু, তবেই শেষ— প্রেমের এ বন্ধনে।