আমার রাগ, আগুনের শিখা,
অভিমান, পাহাড়ের মতো অটল।
তবু, তোমার ঠোঁটের একটুখানি নরম ছোঁয়া,
সব ঝড়কে কবর দেয় এক নিমেষে।

আমি প্রতিজ্ঞা করেছিলাম—
আর কখনো নত হবো না,
তোমার কাছে ফিরে যাবো না।
কিন্তু তুমি এলে, শব্দহীন, নিঃশব্দে,
শুধু ঠোঁটের কাছে একটুখানি আহ্বান নিয়ে,
আর আমার সমস্ত বিদ্রোহ ঝরে পড়লো ধুলোয়।

আমার দম্ভ, আমার প্রতিরোধ,
লোহা ছিল, গললো আগুনে।
তোমার ঠোঁটের শীতল বরফে
আমার সমস্ত যুদ্ধ আত্মসমর্পণ করল।

এ যেন এক অসম যুদ্ধ—
যেখানে আমি যুদ্ধজয়ী হওয়ার আগেই,
আমার অস্ত্র ভেঙে পড়ে তোমার পায়ের কাছে।