দুঃখ দিও—
ভেঙে যাওয়া স্বপ্নের মতো,
বৃষ্টি ভেজা কাগজের মতো,
গোধূলির শেষে নিভে যাওয়া আলোয়
কিংবা নিঃশব্দ ঝরে পড়া পাতার মতো।

কিন্তু যন্ত্রণা দিও না—
তোমাকে অন্য কারো হাতে দেখতে,
তোমার চোখে অন্য কোনো গল্প পড়তে,
তোমার ঠোঁটে অন্য কারো নাম শুনতে!

আমি পুড়তে পারি, ছাই হতে পারি,
অন্ধকারে ডুবতে পারি,
শুধু সহ্য করতে পারি না
তোমার স্পর্শ অন্য কারো ত্বকে,
তোমার হাসি অন্য কারো ঠোঁটে!

দুঃখ দিও,
ছেঁড়া চিঠির মতো,
ভাঙা সেতুর মতো,
আকাশের নিচে নতজানু কোনো গাছের মতো।

দুঃখ দিও,
নিভে যাওয়া প্রদীপের মতো,
ঝড়ে ভেসে যাওয়া ঘরের মতো,
কিংবা বুকের ভেতর জমে থাকা নিঃশ্বাসের মতো।

কিন্তু যন্ত্রণা দিও না!
তোমার হাত অন্য কারোর হাতে বাঁধা দেখার অভিশাপ দিও না!
তোমার চোখে প্রেমের প্রতিধ্বনি থাকুক,
কিন্তু সেই প্রতিধ্বনি যেন আমার নামে বাজে!

আমি দুঃখের আগুনে পুড়তে পারি,
কিন্তু তোমার ঠোঁটে অন্য কারোর নাম—
সে আগুনে আমি ছাই হয়ে যাব!