ধুলো উড়ানো পথ, লক্ষী পেঁচার
ডাক,
শিলিঙ কশা রাইফেল, রাতের নিরবতা
যেন আমাকে খুঁজে বেড়াচ্ছে।
প্রিয়তমা তোমার আঁচলের তলে আর
লুকিয়ে থাকতে পারবো না
সীমানার ঐ আঁকাবাঁকা কাঁটা তার
আর একশো পঁচিশ কোটি মানুষ
আমার অপেক্ষায় রয়েছে তোমার মতো।
এরকম একশো পঁচিশ কোটি জন্ম
আমি জলাঞ্জলি দিতে পারি;
এই মুক্ত আকাশ, পাখির গান,
বিশুদ্ধ বাতাসের স্বাধীনতার জন্য।
আমায় যেতে দাও আর জরিয়ো না
তোমার মায়াবী চোখের নেশায়
নইলে কলঙ্কিত হবে ,এই হাতের চুড়ি
পায়ের নুপুর আর ঐ খোলা চুল;
অপেক্ষায় থেকো আমি আবার আসব
নিজেকে জরাতে তোমার আঁচলে।