এখনও মন চায়
হারানো সে সময়,
এখনও খুঁজে বেড়ায়
ছেঁড়া বইয়ের পাতা
খসে পরা পিপীলিকার পাখা
আর হাসনাহানার সুগন্ধ।
এখনও মন চায়,
উড়ো মেঘের সাথে দৌড়াতে
পাত ফড়িঙের কানে কানে
অমোঘ মনের কথা বলতে
আর সকাল বেলায় উঠে
শিশিরে ডুব দিতে।
এখনও মন চায়,
মায়ের কোলের সেই মমতা
বাবার সেই অটল কাঁধ
ভাইয়ের বাড়ানো হাত
আর প্রিয়জনের বুকে
মাথা রেখে ঘুমাতে।
সব হারিয়েছি কালচক্রে,
সব আশা দগ্ধ এই অন্তরে
খুঁজে ফিরি শুধু মনের ঠিকানা
এখনও মন যে কি চায়
তা কেউ বোঝে না
সে ছেলেবেলা আর ফিরে আসবে না।