মাঝ রাতে হঠাৎ শুনে
ট্রেনের হরেন
হৃদয় যেন কেঁপে উঠল
এক পলকে বদলে গেল
চার পাশের সব দৃশ্য,
আজ তিন মাস হলো
দেখিনি তাঁর মুখটা ,
ছুটি যাবার সময়
জানালার ধারে বসে
কত কি দেখতাম,
আর ভাবতাম
বেডিং কাঁধে নিয়ে
যখন স্টেশন হতে বেরোবো
তুমি দাঁড়িয়ে থাকবে
আমার অপেক্ষায় ।
কল্পনা শুধু কল্পনা
হয়ে রয়ে গেল
মিশল না তাতে বাস্তবের রঙ ।
সেদিনও ছিলো না
আজও কাছে নেই
হয়তো সে বিছানায় শুয়ে
এখন স্বপ্ন দেখছে
এক সুন্দর সকালের
আমি অতি বোকা
এই গভীর রাতে তার জন্য
কবিতা লিখছি একা একা।
তবে থাক সব রোমান্টিকতা
ভুলে যাই পুরানো দিনের কথা
আবার নতুন করে শুরু করি
কারো----'''''!