বারবার আমি হারিয়ে যেতে চাই
তোমার গভীর ছলনা র প্রেমে
শহর গ্রাম জনজীবন পেরিয়ে
সকল মায়াবী দৃষ্টি এড়িয়ে
আম কাঁঠাল হিজলের বনে
যেখানে গাইবে দোয়েল শ্যামা।
হয়তো সেই বন কোনো দিন
সব হারিয়ে নিঃস্ব হবে চিরতরে
আসবেনা বসন্ত ফুটবেনা ফুল
শুধু কুঁড়ি হয়ে ঝড়ে যাবো
চোখের কোণে রয়ে যাবো
হৃদয়ের শব্দহীন কথা হয়ে।
হোকনা সে মিথ্যা তবু
রেখেছিলে হাত হাতে
চলেছিলে পথ এক সাথে
গেয়েছিলে গান এক সুরে।
বুঝতেও তুমি পারবেনা
স্মৃতি হয়ে রয়ে যাবো ক্ষীণ
একদিন নিজেই নিজের কাছে হবে হীন
তখন আমি তোমাতে হয়ে যাবো বিলীন।