কে তুমি বন্ধু,এই অসময়ে
মনের দরজায় কড়া নাড়ো
রাঙা চুলে চশমার আড়ালে
ভুরু কুচকে কি এমন দেখছো
স্টেশনের ঘড়িটার দিকে
চঞ্চল গোলাপী ঠোঁট দুটো
আঙুলের তালে তালে
বলে চলেছে মনের কথামালা।
আঙুলে গাঁথা একটি সোনার আংটি
জানা ছিলনা তার নামটি
তবু মনে হচ্ছিল
ওর ভাবুক চোখ দুটো খুব চেনা
কিন্তু আমার দশ টাকার টিকিটে
হলোনা সবটুকু জানা
আবার যদি কোনো এক দুপুরে
বসি এক সিটে লোকাল ট্রেনে
মনের ফের ঘুরিয়ে না হয়
বলে নেব মনের দুটো কথা।