সব গল্প শেষ হয়ে যায়
শুধু প্রেমের গল্প রয়ে গেল
কলম নিঃস্ব হলো
নষ্ট হলো কবির জীবন
ভালোবাসার বর্ণনায়
তবু মিটল না ওর সাধ
যুগ যুগান্তরে ভিতরে বাহিরে
কবিতার পাতায় পাতায়
মোড়ের মাথায় পাহাড়ের চূড়ায়
জ্বালিয়ে সুখের বাতি
সুখী হলোনা ওর মন
বিরহ মিলনের মাঝে
রক্ত ছড়ালে সকাল সাঝে
ভুল ঠিকানায় পাঠিয়ে চিঠি
ভরে গেল প্রাণ বন্ধুর আঁখি
তবু বেহায়া হয়ে
রইলে ঠোঁটের আগায়
ভালোবাসার বর্ণনায়
তোমার খোঁজে
সব হারালো রবী ঠাকুর
ভিক্ষুক হলো মাইকেল
এবার তো ভঙ্গ করো
এ মায়ার বন্ধন।