সব ভুল ভাঙবে একদিন
যেদিন অস্ত যাবে সূর্যটা
মোমের মতো গলে যাবে
তোমার কঠিন হৃদয়
মিশে যাবে মাটিতে
সব উজ্জ্বল উপাধি।
কাঁচের আলমারির মাঝে
আটকে দম বন্ধ হয়ে যাবে
অস্কার আর নোবেল- এর
ধুলো জমে বোবা হয়ে যাবে
সাধের তানপুরাটা
যদি মানুষ না হতে পারো।
কেউ বুঝবে না কেউ জানবে না
শুকনো ফুলে হবেনা মালা গাঁথা
কোটি কোটি মানুষের ভিড়ে
অসহায় রাতের অন্তরালে
রইবে সব নীরব
শুধু তুমি করবে কলরব
বলবে মানুষ হতে পারলাম না।