আঃ কি মার মারলে ভগবান
যন্ত্রণায় ছটফট করছে যে প্রাণ
এ যে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর
অল্প বয়সে ভেঙে দিলে অন্তর
ভেবো না চন্দনা ভেবো না
আমি আবার আসব ফিরে
তোমার এই নষ্ট নীরে
তুমি শুধু অপেক্ষায় থেকো।
ভুল তো কারো ছিল না
এ তো শুধু ভাগ্যের পরিহাস
লিখতে পারলাম না বন্ধু
দুই পাতা জীবনের ইতিহাস
তবু দূরত্বটা বাড়েনি এই মনের
একবিংশ শতাব্দীতে এসে
ভালো বাসবো না তা কি হয়
ভেবো না চন্দনা ভেবো না
আমি আবার আসব ফিরে ।
সব তেমনি আছে যেমন ছিল
আলোকিত মনে আঁধার এলো
একটা উটকো ঝড়ে সব হারালো
ঝড়ে পড়ল বিষন্নতার সব রঙ
ক্ষমা করো প্রভু এই জনমে
হতে পারলামনা তোমার অনুরাগী
ভেবো না চন্দনা ভেবো না
আমি তোমার জন্য হবো কবি।