1

এই ভরা ফাগুনে
একটিও ফুল ফোটেনি
সমাজের মাঝে সূর্য
উদয় হয়নি ।

          2
          
ময়না পাখিটা
খাঁচায় বন্দী
যান্ত্রিক সমাজের
নিষ্ঠুর কষাঘাতে।

          3

শিশিরের পরশে
সাড়া দিয়েছে
নতুন তরুণীর
ক্ষুধার্ত শরীর।