কোনো এক বুলেটের মুখে
আমার নামটি লেখা আছে
হয়তো কোনো পাহাড়ের গায়ে
কিংবা গহীন অরণ্যের মাঝে
পড়ে রইব চোখটা বুজে
তুমি পাবেনা আমায় খুঁজে
কান পেতে রেখো
ঐ ঘন কুয়াশার মাঝে
শুনতে পাবে আমার চিৎকার
তবুও তুমি অপেক্ষায় থেকো
নামী দামী কফিনে শুয়ে
ফুলের সুভাষ কাছে নিয়ে
আতস বাজি করে
বিদায় জানাতে
ফিরে আসবো তোমার কাছে
তুমি ফেলোনা চোখের জল
ধরে রেখে মনোবল
শেষ বারের মতো শুনিয়ো
তোমার চুড়ির খনখন
বিয়ের লাল বেনারসী পরে
আমার রক্তে রাঙিয়ে সিথি
শেষ ভালোবাসা দিয়ো সাথী।