আমি যেন আমার
মাঝে হারিয়ে যাচ্ছি
সুন্দর এই পৃথিবীর বুকে
নানা ফুলের সুভাষে
পরিপাটী এই মন
সুপ্ত রয়েছে তোমাতে
জেগে ওঠো বন্ধু
শীতের সকালে সূর্যের
প্রথম কিরণ হয়ে
আগুন হয়ে ঝরো তুমি
লজ্জাবতীর পাতায়
বিশ্ব সংসারের ভার যে
এখন তোমার মাথায়
ওরে জ্ঞানী ওরে পচা
খোলরে তোরা অন্ধকারের খাঁচা ।