হায়রে জীবন এভাবে
চলবি আর কতক্ষণ
আয়নার সামনে দাঁড়িয়ে
চেয়ে দেখ নিজেকে একবার
পায়ে তোর নেইকো জুতো
গায়ে নেই আবরণ
ভাঙা খাঁচার ভিতর
কি করে ধরে রাখবি
শুন্য এজীবন
জেগে ওঠ বোকা
আকাশের দিকে তাকা
খুঁজে দেখ দেখি
ভগবান ও রয়েছে একা
সবে খুলেছে তোর আঁখি
সময়কে দিসনে ফাঁকি
নইলে ফেঁসে যাবি
যান্ত্রিক সময়ের জাঁতাকলে
বিশ্ব নিখিল ঘুরে
জিজ্ঞেস কর তারে
নিশ্চয় একটুখানি জায়গা
রয়েছে তোর জন্য পড়ে
গায়ের জোরে নে তুই কেড়ে।