হায়রে কপাল
এত কাছে থেকেও
ধরতে পারলামনা
ভালোবাসা টাকে
হাত ফসকে বেরিয়ে গেল
পাঁকাল মাছের মতো
কাঁটার ঘায়ে হলাম ক্ষত ।