নিঝুম মাথা ভাঙা কৃষ্ণচূড়া গাছটা
সন্ধ্যার স্তব্ধতার দিকে চেয়ে আছে
রজনীগন্ধা গাছটা আশাতেই রয়েছে
পূর্ণিমার চাঁদের পূর্ণ কলঙ্কের
বাঁদুর টাও লটকেছে কলামোচাতে
বদ্ধ জলাশয়টারও ইচ্ছে করছে
ফুলেফেঁপে উঠতে তোমার জন্য
আমরা ফলির কচি ঘাস গুলো
নুয়েছে একে অপরের কাঁধে
ভালোবাসাটা মিলেমিশে একাকার হয়ে গেছে তারি মাঝে