বৈশাখের ঐ বিকেলে উড়তে ছিল
আমার ঘুড়িটা
পুব আকাশের কোনে
বাউরি ঝড়ে উড়ে গেল ধুলো বালির সনে
ছিড়ল সুতো ভাঙলো লাটাই
বাঁধল গিয়ে পোলের মাথায়,
সেখানে ছিল একটি মিষ্টি পাখি
বারবার ঘুড়িটার দিকে দিচ্ছিল উঁকি
খেলছিল তার আশেপাশে
প্রাণের সুতোর উপরে বসে
করুন সুরে বললাম আমি তাকে,
ওটা ছাড়িয়ে ব্যথা দিয়ো না আমাকে
ও সুতো যে হৃদয়ের সাথে রেখেছি গেঁথে
এত সহজে পারবোনা হারাতে
না পারবো খালি হাতে ফিরে যেতে
তার একটু চাঞ্চল্যের ঢঙে
বাঁধল সুতো ঠ্যাঙে
আছাড় খেয়ে পড়ল তারের উপর
জলেপুড়ে ছাই হলো ওর ভিতর
অবশেষে কাটলো মনের ধাগা
চিরতরে হারিয়ে গেল সাধের ঘুড়ি
আজও মনটা ঐ সুতোর মাঝে করছে উড়ি উড়ি
আমি দিব্যি আছি সব হারিয়ে
কিন্তু আজও কাঁদছে
ঝুলন্ত তারে উড়ন্ত পাখিটার হৃদয় ।।