রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো
একটা ন্যাংটা শিশু
রোজ ওকে ওখানেই দেখতাম
কাউকে কিছু বলতো না
শুধু অবাক চোখে তাকিয়ে থাকতো
সবার মুখের দিকে
সামনের ডাস্টবিন টা ছিল ওর কাছে
যেন ফাইভ স্টার হোটেল ।
এভাবেই কাটলো বছর সাতেক
জাগলো আমার বিবেক
জিজ্ঞেস করলাম ওকে
কি নাম তোমার কি পরিচয়
একটু আর চোখে তাকিয়ে বলল - -
শুনলে আমার কথা মনে লাগবে ব্যথা
হয়তো কোনো এক রাতে এই রাস্তার হাতে
তুলে দিয়েছিল কোন নরনারী মিলে
আজও খুঁজছি তাদের সেই ভদ্র মুখটা
তোমারি মত সুট বুট কোট টাই পরে
এই শহরের মাঝে সভ্য হয়ে বেড়াচ্ছে ঘুরে
হয়তোবা সে তুমি !