মা আমার মা -ও আমার মা
তুমি রাতের বেলা এসে শিয়রের ধারে বসে
মাথায় রেখে হাত বলতে কত কথা
ঐ আকাশের দিকে চেয়ে, দেখিয়ে চাঁদ মামাকে
টিক দিয়ে কপালে বলতে আমার সোনা
মা আমার মা ও আমার ঘুম পরানো মা।
আমার পায়ে বিধলে কাঁটা তোমার
পায়ে হতো ব্যথা
লাগলে খিদে আমার পেটে জ্বলতো আগুন
তোমার বুকে
মনের জালা মিটিয়ে নিতে জরিয়ে আমায়
ধরতে বুকে
বলতে, "ওরে প্রাণপাখি যতই তোকে দেখি
এই জনমে ভরবেনা দেখিবার সাধ"
মা আমার মা ও আমার বুক জুরানো মা ।
জীবনের পথের পথিক হয়ে
আজো চলছো আমার ব্যথার বোঝা নিয়ে
পাইনি পিতার ছত্র ছায়া পেয়েছি শুধু তোমার মায়া
তুমি আটপৌরে লাল শাড়ি পরে মাথার চুল ছেড়ে
পূজার থালা হাতে ধরে দাঁড়িয়ে মন্দিরের দারে
করতে যখন পূজা
আমি দেখতাম ঐ দেবতাদের
তারা শুধু তোমায় দেখে অবাক চোখে চেয়ে
মা আমার মা ও আমার দেবী মা ।
আজ আমি প্রবাসী তুমিও কাছে নেই
রাতের বেলা ঘুম আর আসেনা কেউ কাছে বসেনা
বুঝেছি আজ আমি তোমার মমতা, দেবতার
থেকেও দামী তাই ছিল সেদিন ওরা চুপ
দেখছিল অবাক চোখে চেয়ে
কবে দেশে আসবো তোমায় আমি দেখবো
সেই আশাতেই দেখি মানিব্যাগে তোমার ছবিটা
মা আমার মা ও আমার জন্মদাত্রী মা ।।