কবির মনে ব্যথা দিয়ো না
সে ব্যথায় জ্বলবে তুমি নিজে
তার চোখে পানি আসতে দিয়োনা
সে পানি কলমের কালি হয়ে
ঝড়ে পড়বে স্কুল কলেজের মাঝে
আর সেই কষ্ট গুলো ছেপে যাবে
এ সমাজের দেওয়ালে পোস্টার হয়ে
সেই কলমের প্রতিটি শব্দ
বিধবে তোমার বুকে
বলবে সবাই তুমি কলঙ্কিনী ।
তুমি আর আমি হয়তো
একদিন চলে যাবো
বেথাটা রয়ে যাবে কাগজের পাতায়
মরুভূমির মরীচিকা হয়ে কিংবা
ধূলিকণা হয়ে মিশে যাবে বাতাসে
রয়ে যাবে মানুষের নিঃশ্বাসে বিশ্বাসে
"পূর্ণিমার চাঁদ কে বানায়
সে ঝলসানো রুটি"
তালের পাতায় হয় সোনার আংটি
কখনো ভেঙোনা কবির মনটি ।