একটুখানি ভালোবাসায়
আর মন ভরে না
এই ফাগুনের হওয়াতে
এসেছিল টিনা মিনা চন্দনা
সবাই চলে গেছে কেউ মনে রাখেনি
আর কেউ আসেনা ভালো তো বাসেনা।
কাউকেই দিতে পারবোনা পুরোটা
আবার যদি কেউ আসে
মনের মাঝে বসে
তাই হৃদয়ের এক কোণে
রেখেছি অনেক নির্জনে
একটি বীজ ।
দিতে চেয়েছিলাম একজনকে
উজার করে
ঐ বাবলা নদীর ধারে
শিমুল তলার পাড়ে
কথা দিয়ে সে ও আসেনি
মনে রাখেনি
এই অধমের নামটা ।