ছিলাম গাছে এলাম কাগজের মাঝে
নামী কম্পানির দামী পকেটে
কখনো চারমিনার হয়ে শৌখিনদের কাছে
কারো দুঃখের সাথী হয়ে,
নিজে শুধু  জ্বলে যায় ধুঁয়া হয়ে উড়ে যায়
ব্যথা হয়ে জমে থাকি আকাশের বুকে
কেউ দেখে ঘৃণার চোখেকেউ বলে নোংরা
টেনশন করি দূর নামটি অতি সুমধুর---
ডাস্টবিন আর ছাই দানিতে পরে জীবন
হলো সারা
লোকে হেসে যাই আমি খসে যাই
ছাই হয়ে এই পৃথিবীর বুকে
তুমি পেলে সুখ আমি এতটুক
আমি সুখেও পুড়ি দুঃখেও পুড়ি
একি জীবন হায়
এই দুইয়ের মাঝে পড়ে জলেপুড়ে হলাম ছাই।