হয়তো একদিন তুমি ফিরে আসবে
এই আমাকেই ভালো বাসবে
সেই তিন রাস্তার মোড়ে বসে
সেই টাওয়ারের উপরে হয়তো
এখনও গান গাইবে নীল পাখিটা
কিন্তু আর পাবেনা এই আমার দেখাটা ।
হয়তো ইস্কুলের সেই কৃষ্ণচূড়া গাছে
তোমার আমার নামটি লেখা আছে
বাবুদের ঐ দিঘিটা গিয়ে যে নদীতে মেশে
বিকাল বেলায় বলতাম কথা যার তীরে বসে
আজও আছে তার সেই ঢালু পাড়টা
কিন্তু আর পাবেনা এই আমার দেখাটা ।
হয়তো আজও আছে আমবাগানের মাচাটা
মনে আছে তোমার আমার শেষ কথাটা
বেঁচে আছে এখনও করিম চাচার বাবা
তাতে তোমার এসে যায় কিবা
কোনো দিন পরিবর্তন হতে পারে তোমার মনটা
কিন্তু আর পাবেনা এই আমার দেখাটা ।
হয়তো কোন দিন থাকবেনা কণিস্কের মাথাটা
থেকে যাবে শুধু তোমার মনের ব্যাথাটা
আজও রয়ে যাবে তোমার মনে আমার ছবিটা
তুমি শেষ কোরো আমার আধখানা - - - - - !