ভালোবাসা নয়
এ তোমার মনের পিপাসা
সখ্যতা নয় এ
সময় কাটানোর রাস্তা মাত্র
আজ আছো কাল নেই
তাতে কি আসে যায়
আবার খুঁজে নেব কাউকে
কেউ আমাকে
ভেবো না তুমি।
ভালো নাইবা বাসলাম
ছলনা তো করতে পারি
ব্যথা তো দিতে পারি
ছাই কে আর কি জালাবে
সে তো নিজেই জলেপুড়ে
হয়েছ শেষ
রয়ে গেছে শুধু সপ্নটা
আর তার সাথে
তোমার কিছু স্মৃতি।।