প্রিয় এই জীবনে তোমাকে আর পাওয়া হলো না
ভালোই হয়েছে, যদি পেয়ে যেতাম সব এলোমেলো হয়ে যেত। পেয়ে গেলে একান্তে নিভৃতে আর কাউকে মনে করার থাকতো না ।
গোপন ফাইলে তোমার ফটোটা বারবার জুম করেও দেখা হতো না, বুঝতে পারতাম না যে সুগন্ধি ফুলের সুভাষ ও খারাপ লাগতে পারে।
ঝর্নার জল ও চোখের জল হতে পারে।