ওয়াজ মাহফিল চলছে রে ভাই
চলছে জুড়ে দেশটা রে,
কোথাও যে পাই না খুঁজে
দ্বীন ইসলামের লেশটা রে।
কন্ঠ যতো মধুর হবে
বলবে সুরে বেশটা রে,
হেসে কেঁদে মন মাতিয়ে
শুরু থেকে শেষটা রে।
ওয়াজ শুনে জান্নাত যাবে?
আমলের নাই চেষ্টা রে,
নাই ফজিলত নাইকো ফায়দা
বৃথা উপদেশটা রে।
দামী গাড়ী চড়ছো তুমি
নয়তো হেলিকপ্টারে,
পরছো দামী খাচ্ছো দামী
কফি! পেলে তেষ্টা রে।
এতো দামীর ভিড়ে হারায়
ইসলামের আবেশটা রে,
বলছো রাসুল-সাহাবীরা
করলো কতো ক্লেষটা রে!
দ্বীনের কথা নয়তো আসল
ধান্ধা-কামাই চেষ্টারে,
অপমান আর অবহেলায়
রাসুলের আদেশটা রে।
বলতে পারো আমরা কবে
ওয়াজীনের পেশটা রে
করছি মেনে জীবন গঠন?
নাইতো খানিক লেশটা রে।
শীত গরম আর বর্ষা মৌসুম
ওয়াজ মৌসুম রেষটা রে,
বাঁধছি রে জোট করতে পূরণ
পীরবাবার খায়েশটা রে।