কতবার বলবো!
তুমি ঘরে ফেরো, নন্দিনী
এভাবে জনতার ভিড়ে
দেখিও না চিরে— বুকের কপাট
জানি তো আগুন আছে মহুয়ার বনে
জানি তো ফাগুন থামে, তোমার নামে।
কতবার বলবো!
তুমি ঘরোয়া হও, নন্দিনী
আকাশের খিল খুলে
বিছানা পাতো মেঝেতে
বেলা অবেলায় স্নান সারো জোছনার জলে।
আমি বলেছি— দেখো কত বেহায়া চোখ
মেপে নেয় বসত তোমার
দখলের মানসে কাপালিক সাজে
আগে পিছে লেগে থাকে কাজে বিনা কাজে
ওরা পুরে দিতে চায় থইথই অন্ধকার, তোমার চোখের ভেতর
আমি বলি তুমি দেখতে শেখো— আমার চোখে তোমার না হাঁটা পথ।
কতবার বলবো!
তুমি সাংসারিক হও, নন্দিনী
এ আকাশের ছাউনি দেয়া পৃথিবী— তোমার ঘর
এখানে সাজিয়ে নাও তোমার— অগোছালো সংসার
আমি দুহাত ছুঁয়ে সমাহিত করবো— সকল দুঃখ তোমার
জ্যোতির্বিদ হয়ে মেপে নেবো তোমার চোখের তারার— সকল মতিগতি
যদি বখাটে সময় দেখে— বর্ষা নামে
তুলকালাম বেঁধে যাক এই ধরাধামে।
♥️
২৩ মে ২০২১, মোহাম্মদপুর, ঢাকা।