মেঘনা! এক সুদীর্ঘ মহাকাল—
আমি তোমারই প্রতীক্ষায় বসে আছি
তোমার একমাত্র প্রেমিক হয়ে।

ভেবে রেখেছি—
তোমার ওখানে অতলান্ত প্রথম ফাগুন নামলে
আমি বসন্ত হবো, লাল টকটকে আগুন জ্বালবো
তোমার কনকনে হিম বুকে।

দেখো মেঘনা! কত সুদীর্ঘ মহাকাল—
আমি রাইজেলের মতো জ্বলছি
তোমার আগুন খেয়ে।

আমি ভেবে রেখেছি—
বেটেলজিউসের মতো এই অনন্ত ফিউশন ছেড়ে
একটা সুপারনোভা হবো
তোমার ভেতর লক্ষ বছর ধরে
আমি ফুটতে থাকবো,
আমি ছুটতে থাকবো
আমি বিস্ফোরিত হবো
তোমারই ভেতর, মেঘনা!

মেঘনা আমার!
আমার দুচোখে দেখো—
সুদীর্ঘ ঢেউ
ঢেউ বেয়ে তোমার তীর গামী খেয়ায় ভেসে যায়
আমার উচ্ছিষ্ট
তোমারই দিকে।

মেঘনা! দীর্ঘ একটা মহাকাল—
এই শারীরিক মানচিত্র আইসবার্গ হয়ে আছে
তোমার একটিমাত্র স্পর্শ চেয়ে।

ভেবে রেখেছিলাম
প্রথম ফাগুনেই জলাঞ্জলি দেবো
এই তীব্র শীতের।
মূক ও বধিরতা কেটে যাবে সমূহ উচ্ছ্বাসের
তীব্র নিনাদ বাজবে এই এক লক্ষ মাইল নদীতে
তোমার সমস্ত অভিমান এক চুমুকে গিলে নিতে নিতেই—
বুকের ভেতর হামলে পড়বে গহিন একটা রাত!
মেঘনা আমার!
এক সুদীর্ঘ মহাকাল
আমি তোমারই প্রতীক্ষায় বসে আছি
তোমার একমাত্র প্রেমিক হয়ে।

♥️
১৪ ফেব্রুয়ারি ২০২২, গুনশান, ঢাকা।