কাল মহাকালের পরিব্যাপ্তিতে
একই সরলরেখায় তোমার আমার যাত্রাপথ।
তবে এতো শত ভাবনা কিসের প্রিয়!
যে অনন্তের সীমারেখায়-
মিলেছে তোমার নীল আঁচল
যে সীমানায় ঘড়ির কাঁটা থেমে যায়
শুধু নৈশব্দের কিছু রিনিঝিনি যাদুকরী সুর বয়-
আমিতো সেখানেই অপেক্ষায় থাকবো-
কাল মহাকাল ধরে-
কাল মহাকাল!
কবিতা! তুমি চলে এসো-
তুমি চলে এসো সে পথ ধরে।
সেই সরলরেখা পথ।
ভুল হবার নয় প্রিয়!
যে সুবাস তোমায় আবেশিত করে-
সে মনমোহিনী বেলীর সুবাস-
মহুয়া বাতাসে উড়াবে তোমার শাড়ির আঁচল। আর-
সমগ্র পথ জুড়ে তোমায় স্বাগত জানাবে-
দেবদারুর নত মস্তক।
আলুলায়িত কেশে, সেই ডাগর চোখে-
চঞ্চলা দু'নয়ন শুধু খুঁজবে আমারে জানি।
আমিতো সাজিয়েছি সকলি
তোমার অপেক্ষায়।
এই কাল মহাকালের অথৈ সীমানায়।
কলকল ছলছল বয়ে চলা ঝর্ণার-
নির্মল বারিধারায়-
তোমার সকল ক্লান্তি ধুয়ে দেবো আমি।
ঐ দূর সীমানার লাল পাড় বেয়ে
এখনি সন্ধ্যা নামলো বলে।
বন্ধ করো প্রিয়, তোমার-
ছলছল ভেজা মোহিনী আঁখি-পল্লব।
দেখো এক অবারিত সুখের সীমানায়
তোমার একান্ত প্রিয় মুখ।
চলে এসো প্রিয়-
কাল মহাকালের নিঃসীম সীমানায়।