এ পাহাড় যতটা ক্ষয়ে গেছে
ততটাই ক্ষয়ে গেছে বুকের জমিন।
এখানে বৃষ্টি নেই অনাদিকাল
এক আগন্তুক ভালোবাসার কথা বলে বলে
হয়েছে পরিযায়ী পাখি।
তবু আমি বসে থাকি
এখানেই বসে থাকি
আমার বিষণ্ণ অপেক্ষা সবুজেরা ফিরবে বলে।
এই শাণিত পাথুরে পথে
যতই রক্তাক্ত হোক দুপেয়ে জীবন
একটা নিঃসঙ্গ বৃষ্টি নিশ্চয়ই ধুয়ে দেবে হৃদয় আমার।
এ পাহাড় যতটা ভেঙেচুরে টুকরো হয়েছে
ততটাই চূর্ণ বুকের চাতাল।
এই রুক্ষতায় গড়ায়নি জল বহুকাল
একটা বসন্ত আসবে আসবে বলে
বিলীন হয়ে গেছে গহিন সাহারায়।
তবু আমি অপেক্ষায় থাকি
এখানেই অপেক্ষায় থাকি
আমার রুগ্ন চোখে দৃষ্টি ফিরবে বলে।
যতই ধূলি জমুক হৃদয়ের বালিয়াড়িতে
একটা মিহি বাতাস নিশ্চয়ই ফিরিয়ে দেবে দৃষ্টি আমার।
এ পাহাড় যতটা নিঃসঙ্গ বসে থাকে
ততটাই নিঃসঙ্গ বসে থাকি আমি...।
১ অক্টোবর ২০২৩