কবিতা! আমি তোমারে করবোই বশ,
হৃদয় হেরিয়া আজ তোমা মোহ টানে;
এনে দেবো চাও যত খ্যাতি আর যশ।
কেন যেতে চাও বলো কোনো দূর পানে!
কবিতা! খোলো তোমার প্রেমের কপাট,
এই চাঁদমুখ দেখে তাপিত হৃদয়;
তনু-মন তোমা প্রেমে হোক না লোপাট,
হোক অবসান আজ হারানোর ভয়।
বিমল নয়ন হেরি হৃদয় গহনে,
অবোধ হৃদয় শুধু খোঁজে বারে-বার,
নীলা তনু-মন হারা বিরহ সহনে,
আকুলিবিকুলি খোঁজে চেনা মুখ তার।
এ যাতনা বিষে প্রিয় সব নীলাময়,
বুঝবে না কী দহন সইছে হৃদয়।