স্বাধীনতা! আমায় তুমি কি দিয়েছ বলো!
আজও কেন রক্ত নিয়ে ছিনিমিনি খেলো?
তোমায় আমি দিয়েছিনু তিরিশ লক্ষ প্রাণ,
তবু কেন গাইতে নারি সত্যি-জয়ের গান?
তোমার শিকল কাটতে গিয়ে বুদ্ধিজীবি সবে,
বুকটা পেতে জীবন দিবে কে ভেবেছে কবে?
মায়ের বোনের সম্ভ্রমের হলো যে কতো হানি,
সইলো কতো দুঃখ কষ্ট বইলো কতো ঘানি।
তোমায় স্বাধীন করতে গিয়ে মায়ের সোনা ছেলে,
মরলো-মারলো-যুদ্ধ করলো, তবেই তুমি এলে।
তিরিশ লক্ষ নিয়েও তোমার ভরেনিকো মন,
তবুও কেনো নিচ্ছো আজও মায়ের বুকের ধন?
রক্ত দিয়ে লিখা নামটা আমার সোনার দেশ,
রক্ত আজও যাচ্ছি দিয়ে হয়নি দেয়ার শেষ।
তোমার নামের দোহাই দিয়ে করছে দেশটা লুট,
বলতে গেলে মারছে লাথি পায়ে পড়ে বুট।
বুটের তলায় কাঁদছে সদা আমার সোনার ভূমি,
জানিনেতো কবে হবে সত্যি-স্বাধীন তুমি।
২৩ ডিসেম্বর, ২০১৭