"কভু কি বুঝো? নিরন্তর নিজেকেই দাও ধোঁকা?"
বাজে বকিসনে! নিরন্তর তুমি এক চোখা,
আহা মহাজন আমি! কে যাচিবে মোরে?
জগত হেরি আমিইতো সেরা, আর সব বোকা।।
ধোকায় পড়ে অধম কৃষক হারালো তার ভিটে,
মম দোষ কোথা! মারিনিতো ছোরা তার পিঠে!
পয়সা দিয়েছিলুম তার তনয়ার বিয়ের লাগি,
আমি কি ভিখেরি? তার দুয়ারে ফিরিব মাগী?
টিপসইখানি নিয়েছিলুম আহা বড্ড বুদ্ধি করে,
সেই ফাঁদে পড়ে কৃষক আজি বসত ভিটা ছাড়ে।
সেদিন বললুম ওরে রাখাল নিসনে ধারে টাকা,
কেমন করে করবিরে শোধ- তোর যে পকেট খাঁখাঁ।
রাখাল বলল- ভেবোনাগো বাবু সে আর আটকাবেনা,
মাস তিনেক পর বাছুর দিলে বেচিবো গাইখানা।
তুমি বাপু টিপসহিতে আজ দাওগো কিছু ধার,
এই বিপদে বাবু গো মোরে তুমিই করো পার।
দুমাস পরে গাই মরিল, বলো কি করবো আমি?
ওরে রাখাল দিয়ে দে তোর আবাস ঘরের জমি।
কৃষক খুইলো বসত ভিটে রাখাল খুইলো ঘর,
আমি মহাজন সবার লাগি- নইতো কারো পর!
"কভু কি বুঝো? নিরন্তর নিজেকেই দাও ধোঁকা?"
চুপ কর্ ওরে চুপ কর্ বিবেক, তুই অবুঝ খোকা,
আহা মহাজন আমি! কে যাচিবে মোরে?
জগত হেরি আমিইতো সেরা, আর সব বোকা।।
০৩ ডিসেম্বর, ২০১৭