কবিতা যখন শোকার্ত আর্তনাদ—
যখন বিশ্বের অলিগলি ভরে যায় নিপীড়িত মানুষের চিৎকারে
এবং অপয়া তুঘলকি নেতাদের কানের পর্দা ফেটে রক্ত বেরোয় গলগল করে—
তখন কার সাধ্য তাকে স্তব্ধ করে?
কবিতা যখন অধিকারের স্লোগান
শব্দরা যখন কালাশনিকভের ঠা ঠা ঠা ঠা বুলেট
তখন কার সাধ্য তাকে রুখে?
কবিতা যখন মিছিলে মিছিলে ভরা রাজপথ
বজ্রমুষ্ঠি যখন হুঙ্কার ছাড়ে আকাশ ভেদি
তখন কার সাধ্য তাকে শিকল পরিয়ে বন্দী করে?
কবিতা যখন কাজী নজরুলের অবিনাশী গান
কবিতা যখন সুভাষ বসুর ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়ে অবিচল হাসি
কবিতা যখন মাওলানা ভাসানীর দেশপ্রেমী-লংমার্চ
কবিতা যখন বায়ান্নের রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান
কবিতা যখন ঊনসত্তরের গণ আন্দোলন
কবিতা যখন সাতই মার্চে প্রিয় মুজিবের তর্জনী
তখন কার সাধ্য আমার বিজয় ঠেকায়?t